Tuesday, September 25, 2018

এসপেক্ট রেসিও (Aspect ratio)

  • এসপেক্ট রেসিও (Aspect ratio)
ক্যামেরার সেন্সরের দৈর্ঘ্য ও প্রস্থ এর অনুপাতকেই  এসপেক্ট রেসিও (Aspect ratio) বলে |সেন্সরের এই অনুপাতের উপর ছবির আকার এবং ছবির অনুপাত নির্ভর করে। যখন কোন ছবি স্ক্রিনে দেখা হয় বা প্রিন্ট করা হয় তখন ঐ ছবিটির অনুপাত এবং ডিভাইসের অনুপাত সমান না হলে ছবিটিকে স্ক্রিনে ঠিক মত দেখার জন্য একে রিসাইজ করতে হবে বা ক্রপ করতে হবে। 

স্থিরচিত্রের ক্ষেত্রে কিছু সাধারণ এসপেক্ট রেসিও (Aspect ratio) :

  • 1:1 (একটি বর্গাকার সেন্সরের অনুপাত হবে 1:1)
  • 5:4 (1.25:1)
  • 4:3 (1.33:1) ( এটি মূলত Point and Shoot ক্যামেরাগুলোর ক্ষেত্রেই  ব্যবহার হয় )
  • 3:2 (1.5:1)    (ক্লাসিক 35mm ফিল্মের অনুপাত 1.5:1(এরপ্রস্থ, দৈর্ঘ্যঅপেক্ষাদেড়গুনবড়,এর ইমেজ সাইজ 24 mm × 36 mm  )
  • 5:3 (1.66:1)
  • 16:9 (1.77:1) ( এটি HDTV standard image এসপেক্ট রেসিও aspect ratio )
  • 3:1  (এই ফর্মাটটি  Panorama ফোটোগ্রাফির ক্ষেত্রে বহুল ব্যবহৃত ) 
এসপেক্ট রেসিও (Aspect ratio)


0 comments: