Monday, September 10, 2018

চুমুমঙ্গল

চুমুমঙ্গল
- হ্যাঁ.. চুমুটা ঠিক কোণমতো আমার নাভির উপর পড়ল!
- অ্যাঁ...!!!বলিস কি রে???!
- আমার ভেতরে তখন চাপা থরথরানি...
 রীতিমতো লাবডুব হাই!
- তারপর....????
- আমার নাভিকে পৃথিবীর মতো পজিশনে রেখে বিষুবরেখার লাইন মেনে নাকের ঘষটানি পড়ল!!

- ওরে বাবা..এ তো চ্যাম্পিয়ন গল্প!চালিয়ে যা!
- নাকটা ক্রমশঃ পাঁজর অবধি ওঠা শুরু হ'ল..।আমার দম বন্ধ,শিরদাঁড়ার তলা থেকে মনে হ'ল বুদবুদের গ্যাঁজলা উঠে আসছে!
- বাপ্.....!
- তারপর ব্ল্যাক হিমালয়ান বিয়ারের মতো দু'হাত আমায় জড়িয়ে ধরল..।আমিও ব্যপক টেনশনে পাশের হাতল খামচে ধরলাম.....!
- আগে বঢ়ো...!
- আমার রক্ত তখন সিন্ধুঘোটকের মতো গরম হয়ে গেছে..., আই পিউপিল স্টিফ!... তখন 'মমমম্' করে আদুরে গোঙানি এল!
- পুরো বরফ ভাই...., তারপর?
- আমি নড়তে পারছি না,... গরম শ্বাস পড়ছে..কুলকুলিয়ে ঘামছি! এভাবে চল্লিশ মিনিট গেল...!
- চল্.....
- লিশ!.... তারপর সব শক্তি জড়ো করে ধাক্কা মেরে দিলাম।
- কেনো রে... এরকম একটা ব্যাপার...,নাকি অন্য প্ল্যান ছিল??? হেহে.. তারপর??? উহুহুহু.. বল বল......
- সেই.....! বনগাঁ লোকালে রোজ যাতায়াত কর,বুঝবি!... দুই সিটের মাঝের প্যাসেজে দাঁড়িয়ে ফেঁসে গেছি,ভিড়ের চোটে এতো অন্ধকার যে আলাদা করে বিরাটি স্টেশন আসা টের পাচ্ছি না...।তারমধ্যে ফোর্থম্যানে বসা ভদ্রলোক যদি সামনে দাঁড়ানো আমাকে জাপটে ধরে ঘুমোতে ঘুমোতে মধুর স্বপ্ন দেখেন আর সেসব স্বপ্নের সাইড এফেক্টগুলো আমার উপরে ঝাড়েন..... কী বলব??? নড়তেও পারছি না যে সরে গিয়ে লোকটাকে ফেলে দেব!...
গোঁফের ঘষায় শার্টে র্যাশ বেরিয়ে গেল!..
আর ভায়া,ভিড় ট্রেনে গালে বাদামওয়ালার চুমুও পড়তে পারে...অবশ্যই অনিচ্ছাকৃত!
তাইতো বলি কিস ডে,হাগ এমনকী ভ্যালেনটাইনস ডে' ও আমার কাটে ঐ বনগাঁ লোকালে....!


#অন্বয়_গুপ্ত

1 comment: